চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান। রবিবার দুপুর ১২টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে এ ঘটনা ঘটে, যেখানে অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে মেজাজ হারিয়ে দলীয় এক কর্মীকে থাপ্পড় দেন মির্জা ফখরুল। মুহূর্তেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিএনপির হাজারো নেতাকর্মী এদিন মাজারে উপস্থিত হন। ভিড়ের চাপ এবং বিশৃঙ্খলার মধ্যে কর্মীদের হুড়োহুড়ি শুরু হলে, কয়েকজন কর্মী গিয়ে মির্জা ফখরুলের ওপর পড়ে যান। এ সময় তিনি শান্ত এবং শৃঙ্খলভাবে থাকার জন্য সবাইকে অনুরোধ জানান। তবে, অনুরোধের পরও এক কর্মী তার ওপর জোরে গিয়ে পড়লে মির্জা ফখরুল বিরক্ত হয়ে ওই কর্মীকে থাপ্পড় দেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির এক নেতা জানান, "ঘটনার সময় প্রচণ্ড গরম ছিল, এবং মির্জা ফখরুল কিছুটা অসুস্থও অনুভব করছিলেন। বারবার শৃঙ্খলিত হওয়ার অনুরোধ জানানোর পরও কর্মীদের এভাবে আচরণে তিনি বিরক্ত হন। এক পর্যায়ে একজন কর্মী খুব জোরে ধাক্কা দিলে তিনি আঘাত পান এবং তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় থাপ্পড় দেন। তবে ওই কর্মী নিজের ভুল বুঝতে পারে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।"
ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা ফখরুলের এই আচরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ তার পক্ষে কথা বলে জানিয়েছেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে মেজাজ হারানো স্বাভাবিক, আবার অনেকে একজন সিনিয়র নেতার এমন আচরণকে অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন।
এ বিষয়ে মির্জা ফখরুলের মন্তব্য নিতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এই ঘটনাটি নিয়ে বিএনপির অভ্যন্তরীণ নেতাকর্মীদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে, যেখানে নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলছেন।