রাজধানীর বিজয় সরণিতে জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ রাত ১০টা ১৫ মিনিটে বিজয় সরণির নভোথিয়েটারের সামনে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উপস্থিত থাকবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিজয় সরণি ও আশপাশের এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির বিভিন্ন ইউনিট নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
জননিরাপত্তা সংক্রান্ত এই পরিদর্শনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কর্মকর্তারা।