কাকাবাবুর নতুন অভিযান: পরিচালনায় চন্দ্রাশিস রায়, সন্তুর ভূমিকায় নতুন মুখ

Date: 2025-02-21
news-banner
প্রায় তিন বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন ঘটছে কাকাবাবুর। জনপ্রিয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি কাকাবাবু চরিত্রকে ঘিরে তৈরি হওয়া ছবিগুলোর পর এবার আসছে নতুন ছবি। তবে এই ছবিতে পরিবর্তন এসেছে পরিচালনা ও সন্তুর চরিত্রে অভিনয়শিল্পীর ক্ষেত্রে।
শুক্রবার প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অফিসে আয়োজিত হল ছবির জমকালো মহরত। ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা সেখানে উপস্থিত ছিলেন। এবার কাকাবাবুর নতুন অভিযানের জন্য নির্মাতারা বেছে নিয়েছেন ‘বিজয়নগরের হিরে’ কাহিনিটিকে।
ছবিটি পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়, যিনি এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে ‘নিরন্তর’ ছবি তৈরি করেছিলেন। এবার তার পরিচালনায় নতুন চ্যালেঞ্জ হিসেবে উঠে এল কাকাবাবুর গল্প। প্রধান চরিত্রে অভিনয় করছেন বরাবরের মতোই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তবে সন্তুর চরিত্রে এসেছে পরিবর্তন।
গত কাকাবাবু সিরিজ়ের তিনটি ছবিতে সন্তুর চরিত্রে অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক। কিন্তু এবারের ছবিতে সেই চরিত্রে দেখা যাবে অর্ঘ্য বসুরায়কে। উল্লেখ্য, অর্ঘ্য এর আগে ‘দাবাড়ু’ ছবিতে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন।
এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি ‘হামি’ ছবিতে ‘ভুটু’ ওরফে ‘ভুটু ভাইজান’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়াও ছবিতে রয়েছেন সত্যম ভট্টাচার্য।
প্রযোজনা সংস্থা এসভিএফ ২০১৩ সালে প্রথম কাকাবাবু-ভিত্তিক ছবি ‘মিশর রহস্য’ মুক্তি দেয়। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’ এবং ২০২২ সালে আসে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। এবার সৃজিত মুখোপাধ্যায়ের পর চন্দ্রাশিস রায়ের পরিচালনায় আরও এক ধাপ এগোলো কাকাবাবু ফ্র্যাঞ্চাইজ়ি। নির্মাতারা এই মুহূর্তে অন্যান্য চরিত্রের জন্য অভিনেতা নির্বাচন প্রক্রিয়া চালাচ্ছেন। খুব শীঘ্রই শুরু হবে ছবির শুটিং।
দর্শকদের অপেক্ষা এবার চন্দ্রাশিস কী চমক নিয়ে হাজির হন, তা দেখার জন্য।

Leave Your Comments