বিয়ের দাবিতে অনশনে দাখিল পরীক্ষার্থী, আত্মহত্যার হুমকি

Date: 2025-04-10
news-banner

বরগুনার আমতলী উপজেলায় প্রেমিকের বিয়ে না করায় এক দাখিল পরীক্ষার্থী প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার চাওড়া ইউনিয়নের পূর্ব চন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ওই ছাত্রী। তার এমন সিদ্ধান্তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী তরুণীর বরাতে জানা যায়, আমতলীর মহিষকাটা এলাকার এক মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী তিন বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন পার্শ্ববর্তী পূর্ব চন্দ্রা গ্রামের কলেজপড়ুয়া যুবক আরিফ মৃধার সঙ্গে। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে আরিফ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

তরুণী জানান, বিয়ের প্রতিশ্রুতি পূরণ না করে আরিফ সময়ক্ষেপণ করে আসছিলেন। একপর্যায়ে তিনি গত ৩ এপ্রিল আরিফের বাড়িতে গেলে তার পরিবার বিয়ের আশ্বাস দিয়ে তাকে আমতলী থানায় পাঠিয়ে দেয়। পরে পুলিশ তাকে স্থানীয় এক ব্যক্তির হেফাজতে রাখে। কিন্তু এরপরও আরিফ বিয়ে করতে সম্মত হননি।

আজ (বৃহস্পতিবার) তার দাখিল পরীক্ষার দিন থাকলেও তিনি পরীক্ষায় অংশ না নিয়ে আরিফের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। একপর্যায়ে ঘোষণা দেন, ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না হলে আত্মহত্যা করবেন।

ওই ছাত্রী বলেন, “আরিফ মৃধা আমার সঙ্গে তিন বছর ধরে প্রেম করেছে। বিয়ের কথা বলে আমাকে ব্যবহার করেছে। এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। আমি পরীক্ষা না দিয়ে তার বাড়িতে এসে বসে আছি। ও বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। আমার তো আর কিছুই নেই, কোথাও যাওয়ার পথ নেই।”

তিনি আরও জানান, “৩ এপ্রিল আমি যখন আরিফের বাড়িতে আসি, তখন তার মা আমাকে ছেলের সঙ্গে থাকতে দেন। এখন পুরো পরিবার পালিয়ে গেছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আমতলী থানার ওসি বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং তার বক্তব্য নেওয়া হচ্ছে।”

Leave Your Comments