ঢাকা, ১৬ অক্টোবর ২০২৪: আজ ১৬ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস ২০২৪। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর যৌথ উদ্যোগে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে, আজ সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য সচিব মাসুদুল হাসান এবং বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. জিয়াওকুন শি। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে সচেতন করতে মোবাইলে সচেতনতামূলক খুদেবার্তা পাঠানোর পাশাপাশি, জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়াও, দিবসটির তাৎপর্য নিয়ে পোস্টার, বিলবোর্ড, ভিডিও, মেসেজ এবং ডকুমেন্টেশনের মাধ্যমে প্রচার চালানো হবে।
বিশ্ব খাদ্য দিবস ২০২৪ উদযাপনের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের এ ধরনের কর্মসূচি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।