ভোজ্যতেলের আমদানি পর্যায়ে ভ্যাট কমিয়ে ৫ শতাংশে নামাল এনবিআর

Date: 2024-11-19
news-banner

বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে তেলের মূল্য ধরে রাখতে আমদানি পর্যায়ে ভ্যাট ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৯ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ পরিচালক সৈয়দ এ মু’মেন।

এনবিআর আশা করছে, ভ্যাট কমানোর এই সিদ্ধান্তের ফলে ভোজ্যতেলের বাজারের দাম সহনীয় পর্যায়ে থাকবে এবং ভোক্তারা বর্ধিত মূল্যে তেল কিনতে বাধ্য হবেন না। এই সুবিধা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে, বাজারে চাল, আলু, পেঁয়াজ, ডিম, চিনি এবং ভোজ্যতেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে এনবিআর ভ্যাট অব্যাহতির একাধিক পদক্ষেপ নিয়েছে। গত ১৭ অক্টোবর পরিশোধিত এবং অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের সরবরাহে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া হয়।

ভ্যাট অব্যাহতির সর্বশেষ পদক্ষেপের ফলে বর্তমানে আমদানি পর্যায়ে কেবলমাত্র ৫ শতাংশ মূল্য সংযোজন কর বলবৎ থাকছে। এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ ভোজ্যতেলের বাজারকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারের এ পদক্ষেপ ভোক্তা এবং ব্যবসায়ী উভয়ের জন্যই স্বস্তিদায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

Leave Your Comments