ভবন ধসে একই পরিবারের ৯জনসহ নিহত অন্তত ১০

Date: 2024-09-15
news-banner
স্বাধীন ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশে ভবনধসের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই একই পরিবারের সদস্য। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
এছাড়া উদ্ধারকাজ এখনও চলছে এবং ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকে থাকে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার বিকেলে ভবনধস ও হতাহতের এই ঘটনা ঘটে।

রোববার (১৫ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।
রোববার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উত্তরপ্রদেশের মিরাটে ভবন ধসে মোট মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave Your Comments