ভিমরুলের আক্রমণে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু, আহত আরও একজন

Date: 2024-10-12
news-banner
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের আক্রমণে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার দুধনই বাজার এলাকার কাছে এই দুঃখজনক ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আরেকজন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মৃতরা হলেন ধোবাউড়া উপজেলার দুধনই বাজারের মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেম (৪৮) ও তার কন্যা লাবিবা (৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্যায় প্লাবিত ধোবাউড়ার অধিকাংশ এলাকা নৌকায় চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে। সকালে মাওলানা আবুল কাসেম তার দুই শিশু সন্তানকে নিয়ে নৌকাযোগে বাজারের উদ্দেশে রওনা দেন। জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় নৌকাটি ভিমরুলের চাকে আঘাত করলে শত শত ভিমরুল নৌকার যাত্রীদের ওপর আক্রমণ করে।

আক্রমণের পর তারা দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা আবুল কাসেম ও তার মেয়ে লাবিবা মারা যান। তার ছেলে ভিমরুলের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই মর্মান্তিক ঘটনা ধোবাউড়ার বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

Leave Your Comments