ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার জন্মদিন আজ

Date: 2024-11-15
news-banner

আজ, ১৫ নভেম্বর, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার জন্মদিন। ১৯৮৬ সালে জন্মগ্রহণ করা সানিয়া মির্জা ভারতের অন্যতম সফল টেনিস খেলোয়াড় হিসেবে পরিচিত। এক দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় টেনিস অঙ্গনে এক নম্বর অবস্থান ধরে রেখেছিলেন। ২০০৩ সালে টেনিসে পেশাদার জীবন শুরু করা সানিয়া দ্রুত ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মনে স্থান করে নেন এবং একের পর এক কীর্তি গড়ে ভারতের টেনিস অঙ্গনে নিজেকে শীর্ষে প্রতিষ্ঠিত করেন।

সানিয়া একক প্রতিযোগিতায় খেলার পাশাপাশি ডাবলসে বিশেষভাবে সফল হয়েছেন। ডাবলসে বেশ কয়েকটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করে তিনি দেশের গৌরব বৃদ্ধি করেছেন। তার অসামান্য ক্রীড়া দক্ষতার জন্য আন্তর্জাতিক অঙ্গনেও তিনি অনেক পুরস্কার অর্জন করেছেন। সানিয়া ২০১৩ সালে একক প্রতিযোগিতা থেকে অবসর নেন, কিন্তু তাতে তার জনপ্রিয়তা কমেনি। তিনি এখনও ডাবলসে সফলতার সঙ্গে খেলে চলেছেন এবং দেশের জন্য সম্মান নিয়ে আসছেন।

জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন সানিয়া মির্জা।

Leave Your Comments