ভারতে পালানোর সময় সীমান্তে আটক ৪ বাংলাদেশী

Date: 2024-09-24
news-banner

সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী মিকিরপাড়া এলাকায় চারজন ব্যক্তিকে ভারতে পালানোর সময় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা দালালের মাধ্যমে সিলেটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবির তৎপরতায় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, দুপুরের দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন:

  1. আজগর মোল্লা (পিতা: মান্নান মোল্লা), চরকোচিয়া গ্রাম, আলফাডাঙ্গা, ফরিদপুর।
  2. মিজানুর রহমান (পিতা: শেখ আক্তার), একই এলাকা।
  3. বজলার শেখ (মিজানুর রহমানের ভাই)।
  4. শাখাওয়াত কবির (পিতা: আব্দুর রহমান), একই এলাকা থেকে।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, কানাইঘাটের মিকিরপাড়া গ্রামের দালাল শাহিন আহমদের সঙ্গে যোগাযোগ করে তারা সিলেটে আসেন। ভারতে যাওয়ার জন্য তাকে ২৪ হাজার টাকা প্রদান করেন।

ডোনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহজাহানের নেতৃত্বে বিজিবি সদস্যরা মিকিরপাড়া সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটককৃতদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে ভারতে অনুপ্রবেশের মামলা দায়ের করেছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।


Leave Your Comments