যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অপেক্ষা আর মাত্র এক সপ্তাহ। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। আগামী ৫ নভেম্বর মার্কিন ভোটাররা তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দেবেন। তবে অনেক ভোটার ইতোমধ্যেই আগাম ভোট দিয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত প্রায় ৪৫ মিলিয়ন বা সাড়ে চার কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাবের তথ্য অনুযায়ী, প্রায় ৪ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ব্যালট ইতোমধ্যেই গণনা করা হয়েছে। ডাকযোগে বা সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাররা তাদের ভোট প্রদান করেছেন।
আগামী ৫ নভেম্বর, মঙ্গলবার, দেশটির ভোটাররা তাদের কর্মদিবসেও ভোট দেয়ার সুযোগ পাবেন। তবে অনেকেই আগাম ভোট দেয়ার সুবিধা নিচ্ছেন যাতে ভোটের দিন ভিড় এড়ানো যায়।
২০২০ সালের নির্বাচনে জো বাইডেন জয়লাভ করেছিলেন। কিন্তু এবারের নির্বাচনী প্রচারণার শেষ দিকে এসে তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে কমালা হ্যারিসকে সমর্থন দেন। ফলে এবার যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট পেতে পারে, যদি কমালা হ্যারিস নির্বাচনে জয়ী হন। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নির্বাচন ঘিরে মার্কিন জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা হিসেবে কে এগিয়ে আছেন তা নিয়ে চলছে জল্পনা।