অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগে বৈষম্যের অভিযোগ, ক্ষোভ প্রকাশ সারজিস আলমের

Date: 2024-11-11
news-banner

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। রোববার (১০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সারজিস আলম তার স্ট্যাটাসে লিখেন, "শুধু ১টা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই! তার ওপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে!" তার এই বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ায় অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বের অভাব এবং যোগ্যতার প্রশ্নে বিরোধিতার ইঙ্গিত পাওয়া যায়।

এর আগে, রবিবার সন্ধ্যায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে নতুন তিনজন উপদেষ্টা হিসেবে যুক্ত হন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

নতুন উপদেষ্টাদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যা এতদিন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সামলাচ্ছিলেন। সেখ বশির উদ্দিন পেয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব, তবে মাহফুজ আলমকে এখনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

এছাড়া, নতুন উপদেষ্টাদের নিয়োগের পাশাপাশি পুরোনো উপদেষ্টাদের দপ্তরও পুনর্বণ্টন করা হয়েছে।

Leave Your Comments