কেন্টাকি, ইন্ডিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়ায় ইলেক্টোরাল ভোটে এগিয়ে ট্রাম্প

Date: 2024-11-06
news-banner

 সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কেন্টাকি, ইন্ডিয়ানা এবং সর্বশেষ পশ্চিম ভার্জিনিয়াতে জয় লাভ করেছেন। এ তিনটি রাজ্যে জয়ের ফলে ট্রাম্পের মোট ইলেক্টোরাল ভোট সংখ্যা ২৩-এ পৌঁছেছে। মঙ্গলবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট, সিনেট ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভসহ বিভিন্ন নির্বাচনের ভোটগ্রহণ হয়।

বার্তাসংস্থা এপি জানায়, শুরুতে কেন্টাকি ও ইন্ডিয়ানা রাজ্যে ট্রাম্পের জয় নিশ্চিত হয়। এরপর পশ্চিম ভার্জিনিয়া রাজ্যে তার জয়ের ঘোষণা আসে। কেন্টাকিতে জয়লাভের মাধ্যমে তিনি ৮টি এবং ইন্ডিয়ানাতে ১১টি ইলেক্টোরাল ভোট অর্জন করেন, যার যোগফল ১৯। পশ্চিম ভার্জিনিয়া রাজ্য থেকে তিনি আরও ৪টি ভোট পান। অপরদিকে, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস ভার্মন্ট রাজ্যে জয়লাভ করেছেন, যা তাকে ৩টি ইলেক্টোরাল ভোট অর্জনে সহায়তা করেছে।

কেন্টাকি ও ইন্ডিয়ানা রাজ্য রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটি হওয়ায় ট্রাম্পের জয় আগে থেকেই অনুমেয় ছিল, তেমনই ডেমোক্র্যাটিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ভার্মন্টে কমালা হ্যারিসের জয়ও প্রত্যাশিত ছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে মোট ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন। পুরো যুক্তরাষ্ট্রে মোট ইলেক্টোরাল ভোট সংখ্যা ৫৩৮টি, যা বিভিন্ন অঙ্গরাজ্যে বিভক্ত।

Leave Your Comments