ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে রাতে চলাচলে নিষেধাজ্ঞা, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কড়াকড়ি

Date: 2024-10-21
news-banner

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পশ্চিম অংশে বাংলাদেশ সীমান্তে রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেট। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসক একটি আদেশ জারি করেছেন, যার ফলে ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত জনসাধারণের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আগরতলা এবং মোহনপুর মহকুমার অধীনে থাকা এই এলাকায় বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের রাতের সময় চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাস ধরে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ বেড়ে গেছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং পরিস্থিতির অবনতির ফলে অনেকে ত্রিপুরা হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। বিশেষ করে, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের পর দেশটির অভ্যন্তরে বিশৃঙ্খলা বাড়ায় এ অনুপ্রবেশের ঘটনা তীব্র হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে সীমান্তে চাপ আরও বেড়েছে। অনুপ্রবেশকারীরা ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে এবং নিরাপত্তা বাহিনী এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। ত্রিপুরায় এরই মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে, যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অন্য রাজ্যে প্রবেশের চেষ্টা করছিলেন।

এই পরিস্থিতিতে সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনুপ্রবেশ ঠেকাতে এ নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর করা হয়েছে।

Leave Your Comments