ভারতে ট্রেন দূর্ঘটনা

Date: 2024-09-19
news-banner

স্বাধীন ডেস্ক :

ভারতের উত্তর প্রদেশের মথুরায় একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানা গেছে, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। ট্রেনটির ২০টি ওয়াগন রেললাইন থেকে ছিটকে পড়ে, যার ফলে রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।

দুর্ঘটনাটি ঘটে আগ্রা থেকে দিল্লিগামী রুটে, মথুরার বৃন্দাবন রোডের কাছে। ট্রেনটি ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছিল। রাত ১১টার দিকে ট্রেনটি আচমকা লাইনচ্যুত হয়ে যায়। এতে তিনটি আপ-ডাউন ট্র্যাক বন্ধ হয়ে গেছে, যার ফলে বহু ট্রেন দেরিতে চলছে।

ভারতীয় রেল কর্মকর্তারা জানিয়েছেন, যদি এই দুর্ঘটনা যাত্রীবাহী ট্রেনে ঘটত, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে, পণ্যবাহী ট্রেন হওয়ায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটি কয়লা বহন করছিল এবং লাইনচ্যুত হওয়ার পর কয়লা রেললাইন জুড়ে ছড়িয়ে পড়ে। ট্রেনের ধাক্কায় কয়েকটি পিলারও ভেঙে গেছে।

বর্তমানে দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং রেললাইন সচল করার কাজ চলছে।


Leave Your Comments