তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর রিভিউ আবেদন
Date: 2024-10-23
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে বাংলাদেশের জামায়াতে ইসলামি পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন করেছে। বুধবার (২৩ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল বিভাগের কাছে এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার আপিল বিভাগে এ রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।
এর আগে গত ১৬ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন। এছাড়া, গত আগস্টে সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারও একই বিষয়ে পৃথক রিভিউ আবেদন করেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিল করেন। তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আদালত পরবর্তী ১০ম ও ১১তম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে মত দেন, যদি সংসদে ঐক্যমতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more