বাবা-মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফাজ্জল

Date: 2024-09-20
news-banner

স্বাধীন ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বরগুনার পাথরঘাটার কাঠালতলী ইউনিয়নের চরদোয়ানি তালিমুল কুরআন মাদরাসা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর পারিবারিক কবরস্থানে তোফাজ্জলকে তার মা-বাবা এবং ভাইয়ের কবরের পাশে দাফন করা হয়।

তোফাজ্জলকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে জানাজার পর এলাকাবাসী চরদোয়ানি বাজারের প্রধান সড়কে মানববন্ধন করেন। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, এবং তোফাজ্জলের পরিবার ও এলাকাবাসী তার মৃত্যুর ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর তোফাজ্জল ঢাবির শিক্ষার্থীদের গণপিটুনির শিকার হয়ে নিহত হন। অভিযোগ রয়েছে, মোবাইল ফোন চুরির অপবাদে তাকে পেটানো হয়। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল দীর্ঘদিন ঢাকায় অবস্থান করছিলেন। আইনি প্রক্রিয়া শেষে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে তার মরদেহ নিজ গ্রাম চরদোয়ানিতে আনা হয়। মরদেহ পৌঁছানোর পর থেকেই তাকে শেষবারের মতো দেখতে এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে।



Leave Your Comments