তদন্ত ছাড়া গ্রেপ্তার নয়, নিরীহ কাউকে হয়রানি করা হবে না: আইজিপি মো. ময়নুল ইসলাম

Date: 2024-09-29
news-banner

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম জানিয়েছেন, মামলার আসামি হলেই গ্রেপ্তার করা হবে না। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তবেই গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, নিরীহ কাউকে হয়রানি করা হবে না। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, “মামলায় অনেক সাংবাদিক ও পুলিশ সদস্যের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সত্যিকার অর্থে যাদের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, শুধু তাদেরকেই গ্রেপ্তার করা হবে। আমরা প্রতিটি মামলাকে গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করে পৃথক তদন্ত কমিটি গঠন করেছি।”

তিনি আরও বলেন, “মামলা নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই। থানায় মামলা রেকর্ড করার আগে যথাযথ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের মাধ্যমে নিরীহ মানুষকে সুরক্ষিত রাখা হবে।”

সভায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি আরও বলেন, “জামিনে থাকা জঙ্গিরা নজরদারিতে থাকবে। তারা যদি আবারও জঙ্গিবাদে জড়িত হয়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলমান যৌথ অভিযানে এখন পর্যন্ত ২৩৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে পুলিশের লুণ্ঠিত অস্ত্রের ৭৫ ভাগই উদ্ধার হয়েছে।”

আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আইজিপি বলেন, “দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা অপতৎপরতা রুখে দিতে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি।”

পুলিশের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, “পুলিশ প্রকৃত অর্থেই জনগণের বন্ধু হতে চায়। ৫ আগস্টের পর থেকে পুলিশকে পুনরায় কর্মক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মনোবল ফিরিয়ে আনা এবং জনগণের সেবক হিসেবে কাজ শুরু করা হয়েছে।”


Leave Your Comments