শের-ই-মহীশূর টিপু সুলতানের জন্মবার্ষিকী: সাহসিকতা ও দেশপ্রেমের প্রতীক
Date: 2024-11-20
আজ ২০ নভেম্বর, শের-ই-মহীশূর খ্যাত টিপু সুলতানের ২৭৪তম জন্মবার্ষিকী। ১৭৫০ সালে এই দিনে জন্মগ্রহণকারী টিপু সুলতান ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগ্রামরত দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের শাসক ছিলেন। তার শৌর্যবীর্য, বীরত্ব এবং প্রশাসনিক দক্ষতার জন্য তিনি ইতিহাসে চিরস্মরণীয়।
টিপু সুলতান ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অন্যতম প্রধান প্রতিরোধকারী। তার শাসনামলে চারটি ইঙ্গ-মহীশূর যুদ্ধের মধ্যে তিনি সরাসরি নেতৃত্ব দেন। ১৭৯৯ সালে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে শ্রীরঙ্গপত্তনম দুর্গে আত্মসমর্পণ না করে তিনি শহীদ হন।
টিপু সুলতান তার শাসনামলে নতুন মুদ্রা ব্যবস্থা, আধুনিক ক্যালেন্ডার এবং ভূমি রাজস্ব পদ্ধতি প্রবর্তন করেন। তার উদ্যোগে মহীশূরের রেশম শিল্পের বিকাশ ঘটে। সামরিক উন্নয়নের জন্য তিনি রকেট প্রযুক্তি ব্যবহার করেন, যা তার সময়ে এক যুগান্তকারী পদক্ষেপ ছিল।
তার মৃত্যুর পর তার পরিবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। ব্রিটিশরা তার সেনাপতি মীর সাদিকের বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়ে মহীশূর দখল করে। টিপুর পরিবারের সদস্যদের ভেলোর দুর্গে বন্দি করে রাখা হয় এবং পরে অনেককে কলকাতায় পাঠানো হয়।
টিপু সুলতানের সাহসিকতা এবং দেশপ্রেম আজও প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা যোগায়। তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বদেশ রক্ষায় সংগ্রাম করেছেন। তার বিখ্যাত উক্তি, "একদিনের বাঘ হয়ে বেঁচে থাকা, শতাব্দীর শৃগালের জীবনযাপনের চেয়ে শ্রেয়।"
টিপু সুলতানের জন্মদিনে তার আত্মত্যাগ, বীরত্ব এবং অবদান স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করছে পুরো জাতি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more