তিন মাসের মধ্যে আবারও ভেঙে দেওয়া হলো পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি
Date: 2024-11-10
তিন মাসের ব্যবধানে পুনরায় বিলুপ্ত হলো বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি। নতুন কমিটিতে বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদারকে সভাপতি এবং সাভার-আশুলিয়া জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল হক ডাবলুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ অ্যাসোসিয়েশন।
নয়াপল্টনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। এই নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে ৯ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান, ডিবির পরিদর্শক ইমাউল হককে মনোনীত করা হয়েছে। যুগ্ম সম্পাদক হিসেবে কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান, র্যাব সদর দপ্তরের পুলিশ পরিদর্শক মো. আশিকুর রহমান, গাজীপুর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, এসবির পরিদর্শক খান মো. মাসকোয়াত হোসেনকে দপ্তর সম্পাদক এবং ডিবির পুলিশ পরিদর্শক মো. হাসান আলীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
পুলিশ অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও সমন্বিত ও শক্তিশালী করতে উপদেষ্টা মন্ডলী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে পুলিশ পরিদর্শক (অব.) মো. মাহববুর রহমান, ডিবির পরিদর্শক মো. মোজাম্মেল হক, ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডির পরিদর্শক মো. মেহেদী হাসানকে। সংগঠনটি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে, যা পুলিশ বাহিনীর স্বার্থ রক্ষা ও কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more