২৬ বছরেরও কম বয়সী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম এবার জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায়। বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পেছনে তার নেতৃত্ব এবং ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে স্বীকৃতি পেয়েছে।
সমাজবিজ্ঞানে স্নাতক নাহিদ ইসলাম শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে শুরু হওয়া দেশব্যাপী ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মুখ। কুখ্যাত গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতনের শিকার হয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। টাইম ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, "নাহিদ ইসলাম বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন প্রজন্মের শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।"
শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যেখানে নাহিদ ইসলাম সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। টাইম ম্যাগাজিন তাকে ‘জেন জি’র অন্যতম প্রতিনিধি হিসেবে উল্লেখ করেছে, যার সহকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নাহিদ ইসলাম এ সম্পর্কে টাইম ম্যাগাজিনকে বলেন, "আমাদের প্রজন্মের পালস বুঝতে হবে। রাজনৈতিক সহিংসতার যে ধারাবাহিকতা চলছে, তা অবশ্যই বন্ধ করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
টাইম ম্যাগাজিন উল্লেখ করেছে, বাংলাদেশের ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর গণতন্ত্র পুনরুদ্ধারের চ্যালেঞ্জ এখন নতুন সরকারের সামনে। নাহিদের মতো তরুণ নেতৃত্ব এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ।