ভারতে বাংলাদেশ-ভারতের টেস্ট ম্যাচ দেখতে গিয়ে স্টেডিয়ামে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলা বাংলাদেশের পরিচিত ভক্ত ‘টাইগার রবি’কে ফেরত পাঠাচ্ছে ভারত। জানা গেছে, মেডিক্যাল ভিসায় ভারতে প্রবেশ করে খেলা দেখতে গিয়েছিলেন তিনি। দেশটির গণমাধ্যমে দাবি করা হচ্ছে, ভবিষ্যতে তার ভারত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
কানপুর টেস্টের প্রথম দিনে মাঠের খেলার চেয়ে বেশি আলোচনায় উঠে আসেন টাইগার রবি। তিনি অভিযোগ করেন, কানপুরে স্টেডিয়ামে স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা-কাটাকাটির পর তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। তার দাবি, পাঁজর এবং কোমরে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন, এরপর স্টেডিয়াম থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সিটি-স্ক্যান এবং এক্স-রে করা হয়, তবে আঘাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ডে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বলেন, ‘‘মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেনি। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম দ্রুত তাকে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়।’’ পরে টাইগার রবি নিজেও একটি ভিডিও বার্তায় জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
এর আগে চেন্নাই টেস্টেও হেনস্তার অভিযোগ করেছিলেন টাইগার রবি, যা তখন থেকেই পুলিশের নজরে ছিল। তার এমন অভিযোগ বাংলাদেশ দলকেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
টাইগার রবিকে বর্তমানে দিল্লিতে পাঠানো হয়েছে এবং সেখান থেকে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে। ভারতে পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।