টেক্সাস আদালতের রায়ে অবৈধ ঘোষণা বাইডেনের ‘কিপিং ফ্যামিলিজ টুগেদার’ কর্মসূচি

Date: 2024-11-08
news-banner

টেক্সাসের একটি আদালত যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন সংক্রান্ত কর্মসূচি ‘কিপিং ফ্যামিলিজ টুগেদার’ অবৈধ ঘোষণা করেছেন। টেক্সাস ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জে. ক্যাম্পবেল বার্কার এই রায় দেন, যা বিদায়ী ডেমোক্র্যাটিক প্রশাসনের অভিবাসন নীতিতে বড় একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে। সোমবার দেওয়া এই রায়ে বিচারক বার্কার বলেছেন, “আমরা অবৈধ অভিবাসনকে উৎসাহিত করতে পারি না।” তবে আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।

‘কিপিং ফ্যামিলিজ টুগেদার’ কর্মসূচি

জো বাইডেন গত জুন মাসে ঘোষণা করেছিলেন এই কর্মসূচি, যার উদ্দেশ্য ছিল বৈধ নথিবিহীন অভিবাসীদের যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ সৃষ্টি করা। কর্মসূচির আওতায়, যদি কোনো বৈধ নথিবিহীন অভিবাসী যুক্তরাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করেন এবং ১০ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাহলে তিনি নাগরিকত্ব এবং গ্রিনকার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে এর জন্য শর্ত ছিল, দশ বছরের মধ্যে কোনো গুরুতর অপরাধ না করার।

এই কর্মসূচিতে আরও বলা হয়, বৈধ নথিবিহীন কোনো অভিবাসনপ্রত্যাশী মার্কিন নাগরিককে বিয়ে করে যুক্তরাষ্ট্রে এসে পরবর্তী ১০ বছরের মধ্যে বড় কোনো অপরাধ না করলে, তাকে এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে না। তিন বছর পর, এমন অভিবাসীরা গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারবেন।

কর্মসূচি স্থগিত ও অবৈধ ঘোষণা

বাইডেনের কর্মসূচি ঘোষণার পর আগস্ট মাসে টেক্সাস অঙ্গরাজ্যের এই আদালত এর প্রয়োগে সাময়িক স্থগিতাদেশ দেন। বিচারক জে. ক্যাম্পবেল বার্কার, যিনি বাইডেনের পূর্বসূরী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে নিয়োগ পেয়েছিলেন, সম্প্রতি নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর কর্মসূচিকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করেন।

হতাশা প্রকাশ এনজিওর

আদালতের রায়ে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও দ্য রোড নিউইয়র্ক-এর সহ-পরিচালক হ্যারল্ড এ. সলিস। তিনি এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “আদালতের এই আদেশ হতাশাজনক। ‘কিপিং ফ্যামিলিজ টুগেদার’ ছিল সময়োপযোগী এবং অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ, যা বন্ধ হলে অভিবাসীদের প্রতি অবিচার হবে।”

বাইডেন প্রশাসনের এই কর্মসূচি অবৈধ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে, বিশেষত ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিষয়ক কড়া নীতির কারণে।

Leave Your Comments