চেন্নাই টেস্টে দল হেরেছে বড় ব্যবধানে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং পেসার হাসান মাহমুদের। অবনতি দেখেছেন লিটন দাস আর মুশফিকুর রহিম।
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ২০ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ৮২ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন শান্ত। তাতে করে বাংলাদেশ অধিনায়ক ব্যাটারদের তালিকায় ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন। ৩২ ও ২৫ রানের দুটি ইনিংস খেলে ব্যাটিংয়ে এক ধাপ এগিয়েছেন (৪৩) সাকিব আল হাসানও।
অবনতি হয়েছে মুশফিকুর রহিম ও লিটন দাসের। লিটন দুই ইনিংসে করেন ২২ এবং ১ রান। টেস্ট ব্যাটার র্যাংকিংয়ে ৫ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমেছেন তিনি। ৮ এবং ১৩ রান করা মুশফিক ৬ ধাপ পিছিয়ে এখন অবস্থান করছেন ২৩ নম্বরে।
টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া পেসার হাসান মাহমুদ বোলারদের র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৪ নম্বরে। উন্নতি হয়েছে অন্য দুই পেসার নাহিদ রানা (৭৮) ও তাসকিন আহমেদেরও (৬৩)।
স্পিনার সাকিব ও মেহেদী হাসান মিরাজ পিছিয়েছেন। এক ধাপ পিছিয়ে ২২ নম্বরে মিরাজ আর ৬ ধাপ নিচে নেমে সাকিব এখন ৩৩ নম্বরে।