টেকনাফ সমুদ্রে স্রোতের টানে শিক্ষার্থীর মৃত্যু, দুইজন এখনো নিখোঁজ

Date: 2024-11-24
news-banner

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে স্রোতের টানে নুর কামাল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। রবিবার দুপুর পৌনে ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বিচ পয়েন্ট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নুর কামাল টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়ার বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজ দুই শিশু হলো মোহাম্মদ বাবুল (১০) এবং মনজুরুল ইসলাম (১২)। তারা একই এলাকার বাসিন্দা এবং খোনকার পাড়া আশরাফিয়া দারুন নাজাত হিফজখানার শিক্ষার্থী।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ১৫ জন শিশু সমুদ্রে ফুটবল খেলার পর গোসল করতে নামে। এ সময় হঠাৎ স্রোতের তীব্র টানে নুর কামালসহ তিনজন ভেসে যায়। স্থানীয়রা নুর কামালের মরদেহ উদ্ধার করলেও বাকী দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিস নিখোঁজ শিশুদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, “স্রোতের তীব্রতার কারণে উদ্ধার কাজ চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে নিখোঁজ শিশুদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চালু রয়েছে।”

এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যরা তাদের উদ্ধারের জন্য প্রার্থনা করছেন।

স্থানীয় প্রশাসন সমুদ্রসৈকতে সতর্কতা অবলম্বন এবং শিশুদের সাবধানে রাখার জন্য অভিভাবকদের আহ্বান জানিয়েছেন।

Leave Your Comments