ভারতে নির্বাসিত বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনের রেসিডেন্স ভিসার মেয়াদ পুনরায় বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম এএনআই এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, সোমবার মাইক্রোব্লগিং সাইট এক্সে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে তসলিমা নাসরিন একটি বার্তা দেন। তিনি লেখেন, "প্রিয় অমিত শাহ জী নমস্কার। আমি ভারতে বসবাস করছি কারণ আমি এই মহান দেশকে ভালোবাসি। ২০ বছর ধরে এই দেশ আমার দ্বিতীয় বাড়ি। কিন্তু ২২ জুলাইয়ের পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার রেসিডেন্স ভিসার মেয়াদ আর বাড়ায়নি। আমি খুব উদ্বিগ্ন। আপনি যদি আমাকে এই দেশে থাকতে দেন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।"
এর আগে, সেপ্টেম্বরের শুরুতে তসলিমা জানান, তার ভিসার মেয়াদ গত ২২ জুলাই শেষ হয়ে গেছে এবং এরপর তা আর নবায়ন করা হয়নি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভিসা নবায়ন না হলে তিনি বিপদে পড়বেন, কারণ বর্তমানে তার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই।
তসলিমা নাসরিন বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার বহুল আলোচিত উপন্যাস ‘লজ্জা’ প্রকাশের পর ১৯৯৪ সালে কট্টর ইসলামপন্থার সমালোচনা করার অভিযোগে বাংলাদেশের তৎকালীন সরকার তার নাগরিকত্ব কেড়ে নেয় এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করে।