তারেক রহমানের অভিযোগ: ফ্রান্স যাওয়ার পথে জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে অসৌজন্যমূলক আচরণ
Date: 2024-11-08
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সমর্থকরা সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে উদ্ধত ও অসৌজন্যমূলক আচরণ করেছেন। শুক্রবার এক বিবৃতিতে তারেক রহমান এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিদেশের মাটিতে দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে এমন আচরণ শুধু অনভিপ্রেতই নয় বরং এটি দেশের সম্মান ও জনগণের আত্মমর্যাদার ওপর আঘাত।
তারেক রহমান বলেন, "ফ্যাসিবাদের হিংস্র রূপের প্রকাশ এখন দেশে-বিদেশে মাথাচাড়া দিয়ে উঠছে। গণতন্ত্রের সাথে শত্রুতা আওয়ামী লীগের চিরদিনের বৈশিষ্ট্য। বিদেশে শেখ হাসিনার সমর্থকরা গণতন্ত্রকামী মানুষদের আঘাত বা হয়রানির মতো কর্মসূচি অব্যাহত রেখেছে। জেনেভা এয়ারপোর্টে ড. আসিফ নজরুলের সাথে হওয়া আচরণ সেই দুঃশাসনেরই অভিব্যক্তি।”
বিবৃতিতে তারেক রহমান আরও বলেন, আন্তর্জাতিক স্তরে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, এই ধরনের আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। এছাড়া তারেক রহমান এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং আসিফ নজরুলের ওপর ঘটে যাওয়া অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ করেন।
আওয়ামী লীগকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, “ক্ষমতার নেশায় আচ্ছন্ন আওয়ামী লীগ বরাবরই সহিংস ও অপরাধপ্রবণ রাজনৈতিক দল হিসেবে পরিচিত। ক্ষমতা হারানোর আশঙ্কায় তারা এমনভাবে আক্রমণাত্মক হয়ে পড়েছে যে মতপ্রকাশের স্বাধীনতাকে দমনের জন্য তারা বিভিন্ন উপায়ে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে।”
তারেক রহমানের বিবৃতিতে এই ঘটনাকে “আওয়ামী ফ্যাসিবাদের” উদাহরণ হিসেবে তুলে ধরে বিদেশে আওয়ামী সমর্থকদের কার্যকলাপ নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more