তাড়াশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Date: 2024-10-05
news-banner
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ৫ অক্টোবর, শনিবার, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‍্যালির পর উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং শিক্ষকদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। আলোচনায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের অবদান নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

Leave Your Comments