তাড়াশ উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন খান গ্রেফতার

Date: 2024-11-11
news-banner

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে সোমবার বিকেলে ঢাকার সাভার থেকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-১২-এর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আনোয়ার হোসেন খান বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা সভায় তার গাড়ি বহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার হন। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বারুহাস ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আসাদুজ্জামান এ ঘটনায় মামলা করেন। মামলায় আনোয়ারসহ মোট ৯৯ জনকে নামীয় ও আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Leave Your Comments