সিরাজগঞ্জের তাড়াশে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Date: 2024-10-22
news-banner
সিরাজগঞ্জের তাড়াশে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং শেষে তাড়াশ ডিগ্রি কলেজের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার, যুগ্ম আহ্বায়ক সাইফুল খোন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় তাঁরা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে তাকে দ্রুত অপসারণের দাবি তোলেন।

আব্দুল বারিক খোন্দকার তার বক্তব্যে বলেন, "রাষ্ট্রপতি চুপ্পু মিথ্যাচার করে শুধু শপথ ভঙ্গ করেননি, তিনি জাতির শহীদদের আত্মার সাথেও বিশ্বাসঘাতকতা করেছেন। অবিলম্বে তাকে পদ থেকে অপসারণ করতে হবে।" তিনি আরও অভিযোগ করেন, "চুপ্পু শেখ হাসিনাকে রক্ষার গভীর ষড়যন্ত্র করছেন, যা জাতির সাথে বিশ্বাসঘাতকতা।"

তপন গোস্বামী বলেন, "শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে রাষ্ট্রপতি জাতির সাথে প্রতারণা করেছেন। তিনি আর রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। আমরা কোনোভাবেই তাকে এই পদে দেখতে চাই না। দ্রুত তাকে পদত্যাগ করতে হবে।"

এছাড়া যুবনেতা নুরুল ইসলাম, ছাত্রনেতা আমিনুল ইসলাম আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব হিরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সাব্বির খোন্দকারসহ আরও অনেকে সমাবেশে বক্তব্য রাখেন। তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন এবং তাকে অবিলম্বে অপসারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Leave Your Comments