লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (৭ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তার বরখাস্তের পাশাপাশি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
এর আগে, তাপসী তাবাসসুম উর্মি তার ফেসবুক অ্যাকাউন্টে ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ায় সমালোচিত হন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, "রিসেট বাটনে পুশ করে দেশের অতীত ইতিহাস মুছে ফেলা হয়েছে," যা বিতর্কের জন্ম দেয়। তার এই মন্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে নানান আলোচনা-সমালোচনার কারণ হয়। এই ঘটনার পর তাকে ‘ওএসডি’ করা হয়, অর্থাৎ তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মুঠোফোনে এক সাক্ষাৎকারে উর্মি বলেন, "আমি পোস্ট দিয়েছি, এটাই যথেষ্ট। অনলি মি করেছি। বদলি বিভিন্ন কারণে হতে পারে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।" তিনি আরও বলেন, "যদি এর জন্য আমার চাকরি চলে যায়, তাতেও কোনো সমস্যা নেই। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি আমার বিশ্বাস মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলার কথা বলার অর্থ কী? তাহলে কি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে রয়েছে?"
এই ঘটনার পরিপ্রেক্ষিতে উর্মির বিরুদ্ধে আরও তদন্ত প্রক্রিয়া শুরু হতে পারে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।