টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর অভিযোগ: বিএনপি এখন আওয়ামী লীগের পথেই হাঁটছে

Date: 2024-12-07
news-banner

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বর্তমান সরকার পতনের পর বিএনপি ঠিক সেই পথেই হাঁটছে, যেই পথ আওয়ামী লীগ একসময় নিয়েছিল। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে যে সমালোচনা আওয়ামী লীগের বিরুদ্ধে করা হতো, এখন সেই একই আচরণ করছে বিএনপি।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার বর্ধিত সভায় বক্তব্য রাখেন কাদের সিদ্দিকী।

তিনি বলেন, "জামায়াত বেবিস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড দখল করে চাঁদা তোলেনি। অথচ বিএনপি এখন যেখান থেকে আওয়ামী লীগ চাঁদা তুলতো, সেখান থেকেই তারা চাঁদা নিচ্ছে। চাঁদার রেটও বাড়ানো হয়েছে। বন, থানা কিংবা যেখান থেকেই ভাগ পাওয়া যায়, সেখানে বিএনপির নিয়ন্ত্রণ।"

কাদের সিদ্দিকী আরও বলেন, আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর আদর্শের, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "মানুষের ওপর অত্যাচার ও অবহেলার কারণে আল্লাহ শেখ হাসিনার ওপর গজব দিয়েছেন। তবে এ গজবের ফলে সাধারণ মানুষ যে কষ্ট করছে, সেটাও আল্লাহ দেখবেন।"

আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং আঞ্চলিক রাজনীতির বিষয়েও তিনি বক্তব্য দেন। কাদের সিদ্দিকী বলেন, "আমাদের দুর্ভাগ্য যে সঠিক নেতৃত্ব ও কর্তৃত্বের অভাবে আমরা অসহায় হয়ে পড়েছি। আমেরিকা বা ভারত যা করছে, তা দেশের জন্য ভালো নয়। শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র সফল হবে না।"

সভায় আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভায় দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

Leave Your Comments