টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি ফজলুর রহমান খান ফারুক আর নেই
Date: 2024-10-19
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক (৮০) ইন্তেকাল করেছেন। শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল শহরের থানাপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি শুক্রবার সন্ধ্যা থেকে কথা বলতে পারছিলেন না। পরিবারের সদস্যরা তার কোন সাড়া শব্দ না পেয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফজলুর রহমান খান ফারুকের মৃত্যুর খবরে টাঙ্গাইল জুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন স্তরের মানুষ তার বাসায় এসে শোক প্রকাশ করলেও তার দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এছাড়া, তার ছেলে, সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভও পলাতক রয়েছেন বলে জানা গেছে। শুভ তার বাবার মৃত্যুর খবরটি নিজ ফেসবুক আইডি থেকে নিশ্চিত করেছেন।
ফজলুর রহমান খান ফারুক ১৯৪৪ সালের ১২ অক্টোবর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাকিস্তান গণপরিষদের সদস্য এবং টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে শেখ হাসিনা সরকার তাকে একুশে পদকে ভূষিত করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবেও পরিচিত ছিলেন।
ফজলুর রহমান খান ফারুকের নাম ১৯৬২ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় প্রধান আসামি হিসেবে উল্লেখিত ছিল। তার জানাজা আজ বাদ আসর টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more