সরকার পতনের ঠিক পরেই বড় রকমের পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। বিসিবির সভাপতি থেকে শুরু করে বিভিন্ন পরিচালক পদেও এই পরিবর্তনের হাওয়া লাগে। এবার ক্রিকেটাঙ্গনে জোর গুঞ্জন উঠেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের বিসিবির পরিচালক হওয়া নিয়ে।
তবে বিসিবি পরিচালক হতে হলে যে শর্ত সমূহ রয়েছে সেগুলোর কতটা তামিম পূরণ করেছেন, আলোচনায় রয়েছে সে বিষয়টিও। বিসিবি পরিচালক হতে হলে থাকতে হয় কাউন্সিলরশিপ, এরপর নির্বাচনী ধাপ পেরিয়ে বোর্ড কর্তা হওয়া। যদিও তামিম এখনও বাংলাদেশের ক্রিকেটার, আনুষ্ঠানিকভাবে অবসরও নেননি।
ঠিক গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গেছে ওপেনার তামিম ইকবালকে। এরপর এক বছরের বেশি সময় পার হলেও লাল-সবুজের হয়ে আর মাঠে ফেরা হয়নি তার। ভক্তদের জন্য দুঃসংবাদ; হয়তো আর ক্রিকেটে দেখা নাও যেতে পারে এই বাঁহাতি ব্যাটারকে। কারণ, গুঞ্জন উঠেছে বিসিবির পরিচালক পদে দেখা যেতে পারে এই ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে।