ভারতের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত স্থাপনা তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকির পর আগ্রা শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হুমকি বার্তার পরপরই নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন এবং শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) উত্তরপ্রদেশের পর্যটন দপ্তরে একটি ই-মেইল আসে, যেখানে তাজমহলে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এ ঘটনার পরপরই পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে ছুটে যায়।
উত্তরপ্রদেশ পুলিশের কর্মকর্তা সাইদ আরিব আহমেদ জানান, হুমকি ই-মেইল পাওয়ার পর তাজমহল এলাকা ঘিরে ব্যাপক তল্লাশি চালানো হয়। বোমা নিষ্ক্রিয়কারী দল ও প্রশিক্ষিত কুকুর দিয়ে পুরো এলাকায় খুঁজেও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
তিনি বলেন, “পর্যটন দপ্তরে আসা এই হুমকি বার্তা খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তাজমহল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কেউ যাতে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সতর্ক রয়েছি আমরা।”
গত কয়েক মাসে ভারতজুড়ে এমন বেশ কিছু বোমা হামলার হুমকি এসেছে। বিশেষত, বিমানের ফ্লাইট এবং পর্যটন স্থাপনাগুলোকে কেন্দ্র করে এ ধরনের হুমকির সংখ্যা বেড়েছে। এতে প্রশাসন এবং সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্ব ঐতিহ্যের অংশ তাজমহল প্রতিদিন হাজারো পর্যটককে আকর্ষণ করে। তাই এ ধরনের হুমকি বার্তা পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পুলিশের পক্ষ থেকে পর্যটকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে, এবং অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন।