সিরিয়া এবং ইরানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার খবর পাওয়া গেছে। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে, শুক্রবার গভীর রাতে সিরিয়ার কেন্দ্রীয় এবং দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইডিএফ। এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা সম্ভব হয়েছে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার দখলকৃত গোলান হাইটস এবং দক্ষিণ লেবানন থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। তবে হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
শুধু সিরিয়াতেই নয়, শনিবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান ও তার আশেপাশের অঞ্চলেও হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একটি পরিকল্পিত অভিযান শুরু করেছে তারা। এ বিষয়ে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, গত ১ অক্টোবর ইরানের পক্ষ থেকে ইসরায়েলের ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল, তার প্রতিশোধ হিসেবেই এই হামলা পরিচালিত হয়েছে।
এই ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে, এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।