সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রদলের হামলায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্রদলের পোস্টার ছিঁড়াকে কেন্দ্র করে বহিরাগত সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়, যা থেকে মারাত্মক সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, কৃষি গুচ্ছ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে সিকৃবি শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে দলীয় ব্যানার টাঙিয়েছিল। অজ্ঞাত ব্যক্তিরা ব্যানার ছিঁড়ে ফেললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। বিশ্ববিদ্যালয় এলাকা দ্রুত রণক্ষেত্রে পরিণত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। সিকৃবি প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক জানান, পরিস্থিতি পুলিশ প্রশাসনকে জানানো হলেও সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন বলে জানানো হয়েছে।