উপমহাদেশের সুরসম্রাজ্ঞী রুনা লায়লার জন্মদিন আজ

Date: 2024-11-17
news-banner

আজ ১৭ নভেম্বর, উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সংগীত জগতে তার অবদান অসামান্য।

রুনা লায়লা একাধারে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য জনপ্রিয় হলেও তার গজল পরিবেশনা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যাপক সুনাম অর্জন করেছে। বাংলা, উর্দু, হিন্দি, পাঞ্জাবি, ফার্সি, আরবি, ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় তিনি ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন। পাকিস্তানে তার গাওয়া ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটি এখনও জনপ্রিয়তার শীর্ষে।

স্বাধীনতার আগে থেকেই রুনা লায়লা সংগীত জগতে কাজ শুরু করেন এবং তার কণ্ঠের যাদু ছড়িয়ে পড়ে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের চলচ্চিত্রে। তার গাওয়া গান উপমহাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে আজও দোলা দেয়।

বহুমুখী প্রতিভার অধিকারী রুনা লায়লা বাংলাদেশের সংগীত অঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদার আসনে পৌঁছে দিয়েছেন। জন্মদিনে সুরসম্রাজ্ঞীকে সংগীতপ্রেমীরা জানাচ্ছেন শুভেচ্ছা ও শ্রদ্ধা।

রুনা লায়লার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ভক্ত ও সংগীতাঙ্গনের সবাই তাকে আরও দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছেন।

Leave Your Comments