সুনামগঞ্জে মা-ছেলের নৃশংস হত্যা: পলাতক দুই সন্দেহভাজন

Date: 2024-10-29
news-banner

সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় একটি বাসা থেকে মা ও ছেলের কুপিয়ে হত্যা করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে নিহতরা হলেন ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন। পাশের রুমে ভাড়া থাকতেন তার খালাতো বোন ও বোনের ছেলে। সকাল আটটার দিকে বাসার বুয়ারা ঘর খুলে তাদের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের কারণে ঘটতে পারে বলে মনে হচ্ছে। হত্যাকাণ্ডের পর থেকে ফরিদা বেগমের খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতকদের খোঁজে অভিযান চালাচ্ছে।

Leave Your Comments