সুবর্ণা মুস্তাফা ও স্বামীকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ

Date: 2024-11-30
news-banner

 একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪ এর সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও তার স্বামী বদরুল আনাম সাউদকে শনিবার (৩০ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ব্যাংককগামী যাত্রা করার সময় তাদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুপুরে তারা ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়তে যাচ্ছিলেন। তবে ইমিগ্রেশন পুলিশ তাদের দেশত্যাগের অনুমতি দেয়নি। এ ঘটনায় সুবর্ণা মুস্তাফা বা তার স্বামীকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তাদের বিমানবন্দর থেকেই ফিরে যেতে বলা হয়।

ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কেন তাদের আটকে দেওয়া হলো, সেই কারণও এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, সুবর্ণা মুস্তাফা একজন খ্যাতনামা অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন।

Leave Your Comments