শ্রীদেবীর সঙ্গে কোনও বিবাদ ছিল না: মাধুরী দীক্ষিত

Date: 2024-11-19
news-banner

 বলিউডের দুই কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ও মাধুরী দীক্ষিতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন শোনা গেছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত সাফ জানিয়ে দিলেন, শ্রীদেবীর সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না। বরং তার প্রতি ছিল অগাধ শ্রদ্ধা।

মাধুরী বলেন, “আমরা একে অপরকে অনেক সম্মান করতাম এবং প্রশংসা করতাম। শ্রীদেবী একজন অসাধারণ অভিনেত্রী ছিলেন, যিনি অনেক ভাষায় কাজ করে সফলতা অর্জন করেছেন। তার প্রতি আমার সর্বদা শ্রদ্ধা ছিল। আমাদের কখনোই একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি। একবার মাত্র একটি ছবিতে একসঙ্গে ছিলাম, কিন্তু তাতেও আমাদের কোনো যৌথ দৃশ্য ছিল না।”

শ্রীদেবীর স্বামী বনি কাপুর প্রযোজিত ‘পুকার’ ছবির প্রসঙ্গ টেনে মাধুরী বলেন, “সেই ছবির শুটিংয়েও আমাদের মধ্যে খুব বেশি কথা হয়নি। শ্রীদেবী তার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, আমিও আমার কাজ করছিলাম। আমাদের মধ্যে কখনোই কোনো রকম মনোমালিন্য হয়নি। শ্রীদেবী বলিউডে আমার অনেক আগেই কাজ শুরু করেছিলেন, তখন আমি অনেক ছোট। তার সঙ্গে দ্বন্দ্বের গুজব পুরোপুরি ভিত্তিহীন।”

মাধুরী দীক্ষিতের এই বক্তব্য স্পষ্ট করেছে যে, শ্রীদেবীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনের ধারণা নিছক গুজব। দুই অভিনেত্রীর ভক্তরা দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রতিযোগিতা নিয়ে আলোচনা করলেও, মাধুরীর এই সাক্ষাৎকার সেই ধারণার অবসান ঘটিয়েছে।

বলিউডের দুই কিংবদন্তি অভিনেত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের কথা জেনে তাদের ভক্তরা নিশ্চয়ই খুশি হবেন।

Leave Your Comments