সরকারি কাজে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দেওয়া চলবে না: যুব উপদেষ্টা

Date: 2024-11-15
news-banner

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের তিন মাস পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া আমলাতান্ত্রিক জটিলতা দূর করে জনকল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন

আলোচনা সভায় আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, “জনকল্যাণমূলক কাজে কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত গ্রহণযোগ্য নয়। প্রশাসনের কার্যক্রমে গতি আনতে দোষী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদের সরিয়ে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের কাজ চলছে।”

তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে। প্রশাসনকে জনতার চাওয়া-পাওয়ার সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে হবে।”

আসিফ মাহমুদ বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিটি রাজনৈতিক দলকেই একত্রিত হতে হবে। এ অভ্যুত্থান কোনো দলের একক অর্জন নয়; এটি দেশের সাধারণ মানুষের জাগরণের ফল।”

উপদেষ্টা জানান, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন আনার জন্য দক্ষ ও যোগ্য লোক নিয়োগের কাজ চলছে। জনগণের স্বার্থে প্রশাসনকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং গতিশীল করা হবে।

আলোচনা সভায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ প্রশাসনিক সংস্কার এবং গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখার বিষয়ে যুব উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করেন।

এই আলোচনা সভা বর্তমান প্রশাসনিক কাঠামো ও সরকারি উদ্যোগকে আরও কার্যকর এবং গণমুখী করার প্রতিশ্রুতি প্রদর্শন করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Leave Your Comments