সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি পর্যালোচনা কমিটি। পুরুষের জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর এবং নারীদের জন্য ৩৭ বছর করার সুপারিশ দেওয়া হয়েছে। কমিটির প্রধান, সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে গত ৩০ সেপ্টেম্বর এই কমিটি গঠন করা হয়। এক সপ্তাহ পর, কমিটি সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেয়।
কমিটি তাদের সুপারিশে দেশের শিক্ষাব্যবস্থা, পরীক্ষার ধরন এবং কর্মসংস্থানের সুযোগের বিষয়গুলো বিবেচনা করেছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে অবসরের বয়সসীমা বর্তমানে ৫৯ বছর থাকলেও তা অপরিবর্তিত রাখার সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি।
উল্লেখ্য, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি গত এক দশকের বেশি সময় ধরে উঠে আসছে। এর জন্য বিভিন্ন সময়ে আন্দোলনও হয়েছে। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণ প্রার্থীদের জন্য ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর।