সরকার কৃষিখাতে ব্যবহারের জন্য ৯০ হাজার টন ইউরিয়া সার আমদানি করবে

Date: 2024-10-30
news-banner
কৃষিখাতে ব্যবহারের জন্য ৯০ হাজার টন ইউরিয়া সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ থেকে তিনটি পৃথক প্রস্তাবের মাধ্যমে এই সার আমদানি করা হবে। এ লক্ষ্যে মোট ব্যয় ধরা হয়েছে ৪০১ কোটি ৫ লাখ ৬২ হাজার টাকা।

বুধবার সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই তিনটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কাতার থেকে তৃতীয় লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করতে যাচ্ছে সরকার। গত ১১ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) সভার অনুমোদনক্রমে ২০২৪-২৫ অর্থবছরে কাতারের মুনতাজাত সংস্থার সঙ্গে ৫ লাখ ১০ হাজার টন ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়।

এই আমদানির মাধ্যমে কৃষিখাতের সার সংকট মোকাবিলা করে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

Leave Your Comments