আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Date: 2024-09-21
news-banner
স্বাধীন ডেস্ক :
স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। তিনি সতর্ক করে বলেছেন যে, যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সবসময় সক্রিয় থাকবে বলে তিনি উল্লেখ করেন।রাঙামাটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি সেনানিবাসের প্রান্তিক হলে জেলার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে গণমাধ্যমকে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। কোনও অবস্থায় পরিস্থিতির অবনতি করা যাবে না। যারা অবনতির চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে।

Leave Your Comments