মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি কড়া সমালোচনামূলক পোস্ট করেছেন। স্থানীয় সময় ৩১ অক্টোবর, সামাজিক যোগাযোগ মাধ্যম "এক্স"-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, "বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুরা উচ্ছৃঙ্খল জনতার দ্বারা হামলা ও লুটের শিকার হচ্ছেন," এবং তিনি এর তীব্র নিন্দা জানান।
এ প্রসঙ্গে ট্রাম্প উল্লেখ করেন, যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে বাংলাদেশে এ ধরনের নির্যাতন ঘটতো না। নির্বাচনের প্রাক্কালে এমন অভিযোগে ধারণা করা হচ্ছে, এটি মূলত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এবং হিন্দু ভোটারদের সমর্থন পেতে চালানো প্রচারণার অংশ। সাম্প্রতিককালে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত থেকে অভিযোগ এসেছে যে, দেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন। এই প্রেক্ষাপটে ট্রাম্পের পোস্টে তাদের সমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বর্তমান প্রশাসনকে তীব্র সমালোচনা করে বলেন, "জো বাইডেন ও কমালা হ্যারিস হিন্দুদের আমেরিকাসহ বিশ্বব্যাপী উপেক্ষা করেছেন।" ইউক্রেন, ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত পর্যন্ত তাদের ব্যর্থতা নিয়ে বক্তব্য দেন তিনি। এছাড়াও, ট্রাম্প তার পোস্টে হিন্দুদের নিরাপত্তা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দেন। দীপাবলির শুভেচ্ছাও জানিয়ে তিনি ভারতের সঙ্গে আরও দৃঢ় সম্পর্কের প্রতিশ্রুতি দেন।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমালা হ্যারিসের বিপক্ষে ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করবেন।