সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

Date: 2024-10-04
news-banner

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সংক্ষিপ্ত সফর শেষে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা ত্যাগ করেছেন। তাকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে।

এর আগে, দুপুরে ৫৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরটি ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর কোনো বিদেশি শীর্ষ নেতার প্রথম ঢাকা সফর হিসেবে উল্লেখযোগ্য।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই প্রতিনিধিদলে তার মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন। সফরকালে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সফরটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


Leave Your Comments