ভালোবাসার সংজ্ঞা

Date: 2024-09-21
news-banner

ভালোবাসা এক অদ্ভুত জিনিস
পচেও না নষ্টও হয় না, মাটিচাপাও থাকেনা, নদে ডোবালেও ডোবে না 
আমৃত্যু হৃদয়ে ছুটাছুটি করে আর
বেদনা ছড়ায়। 

ভালোবাসা যাকে তুমি পাওনি
তীব্র ঘৃণা
যদি কখন সামনে দাড়ায় উপেক্ষা করতে পারবে না। মাথায় অগ্নি ভর্তি রাগ নিমিষে শীতল পাথর  করে দিবে। 

সে যে পর কেউ নয় সে তোমার আকাঙ্ক্ষা নয়ন পুরুষ। 
বয়সের ভারে আজি দেহ ক্লান্ত কিন্তু তাহাকে দেখিবার অনুগ্রহে মন ক্লান্ত নহে।

এ জীবনের শুরুতে যাকে ভালোবাসা বলে জানি সে তো উনিই ছিলো,
ভাগ্যের পরিহাসে আজ হয়তো যোজন যোজন দুরে, অপমান অনুশোচনা আর গ্লানি নিয়ে,
রাগ ক্ষোভ তার উপর অনেক জমা এভারেস্টের চূড়া বেয়ে আকাশ ছুঁয়ে যাবে।

সে যদি ফের সামনে দাঁড়ায় মেঘ ঘনিয়ে বৃষ্টি বর্ষণে সমস্ত গ্লানি মৃত্তিকায় মিশে যাবে
 "এটাই ভালোবাসা"।

           ~ মেহমেদ মিজান

Leave Your Comments