সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার (আইন) পদের লিখিত পরীক্ষা ২৫ অক্টোবর

Date: 2024-10-19
news-banner

 সোনালী ব্যাংকের ২০২১ সালভিত্তিক সিনিয়র অফিসার (আইন), গ্রেড-৯ পদের লিখিত পরীক্ষা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই ঘণ্টার ২০০ নম্বরের লিখিত পরীক্ষা রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণ করবেন মোট ৩ হাজার ২১২ জন প্রার্থী। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র আপলোড করা হয়েছে, যা প্রার্থীদেরকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষা শুরুর পর কেন্দ্রে প্রবেশের সুযোগ থাকছে না। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না এবং সঙ্গে মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই, মানিব্যাগ, ইলেকট্রনিক কার্ড, স্মার্টওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ।

পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এসব নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave Your Comments