সোনাগাজী উপজেলা ছাত্রদলের এক নেতার ওপর হামলার জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের পর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ফেনী জেলা শাখার সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, কেন্দ্রীয় পরিষদ থেকে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, এবং দ্রুতই সাংগঠনিক প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর সোনাগাজী সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান মিরাজ ও মো. রায়হানের ওপর হামলা হয়। ওই হামলার ঘটনায় করা মামলার জেরে ৩০ অক্টোবর সন্ধ্যায় ছাত্রদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সোনাগাজী পৌরশহরে ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ছাত্রদল কর্মী ও পথচারী আহত হয়েছেন। তাদেরকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ১ মে সোনাগাজী উপজেলা ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।